বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কনের সাজে লেহেঙ্গা

কনের সাজে লেহেঙ্গা

মডেল : নীলা রহমান, পোশাক ও ছবি : গুলশান শাড়ি মিউজিয়াম

বিয়ের কনের পোশাকের রং হিসেবে লাল এবং গোলাপিই বেশি প্রাধান্য পায়। কেননা, এই দুটি রংকেই শুধু বিয়ের রং মনে করা হয়। এটা হোক বেনারসি শাড়ি কিংবা লেহেঙ্গা, রং যেন এগুলোই চাই। তবে অন্যান্য রঙের যে গুরুত্ব নেই, তা কিন্তু মোটেই নয়। রং ছাড়া আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, তা হলো রঙের টোন। এটা সঠিক মাত্রা পেলে তবেই পোশাক হয়ে ওঠে ফ্যাশনেবল। বিয়ের দিন যে রঙের পোশাক পরলে নববধূর দিক থেকে চোখ ফেরানো যাবে না, সেই রকম রঙের পোশাক বিশেষ করে লেহেঙ্গার তালিকা দেওয়া হলো।

পেস্তা সবুজ : এই বিয়ের মৌসুমে পেস্তা সবুজ জমির ওপর সোনার কাজ করা প্যাস্টেল শেডের পোশাক। এমন পোশাক ভারতীয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ট্রেডমার্ক। পোশাকে যেন সুরেলা মেজাজ। এমন পোশাক দেখে চোখে আশ্চর্য শান্তি নেমে আসে। বিয়ের দিন তাই কনে যদি লেহেঙ্গা পরে, এই রং পছন্দের তালিকায় প্রথম দিকে থাকা উচিত।

টি রোজ আইভরি : নতুন কিছু করতে চাইলে এই রঙের জুড়ি নেই। এটা যেন উজ্জ্বল এবং উদ্ধত রঙের মানিকজোড়। কনের আত্মবিশ্বাসী নারী ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলবে যথাযথ। টি রোজ আইভরি রঙের লেহেঙ্গা তাই অলটাইম ফেভারিট। এর গাঢ় থিম, সূক্ষ্ম কাজ থেকে চোখ ফেরানো যাবে না।

ব্লাশ পিঙ্ক : ইদানীং প্রি ম্যারেজ সেরিমনি চোখে পড়ছে খুব। দিনের আলোয় হবু বর আর কনের ফটোশুটে পোশাকের চমকে চোখে ঝিলমিল লেগে যেতে বাধ্য। এমন দিনে ব্লাশ পিঙ্কের পোশাক একেবারে যথাযথ। মিষ্টি মুহূর্তকে আরও বেশি মিষ্টি করে তুলতে এর জুড়ি নেই।

মাস্টার্ড ইয়েলো এবং ট্যানজারিন : হিন্দু রীতি অনুসারে এই দুটি রংই খুব শুভ। কনেদের সৌভাগ্য নিয়ে আসে। বিয়ের সকালে বিশেষ করে গায়ে হলুদের সময় মাস্টার্ড ইয়েলো এবং ট্যানজারিন পোশাকই প্রথম পছন্দ। আজকাল মুসলিম বিয়েতেও এটা পছন্দনীয় হয়ে উঠেছে।

মাল্টিকালার : মাল্টিকালার লেহেঙ্গা অনেক নারীরই প্রথম পছন্দ। এর কোনো বিকল্প নেই। গাঢ় এবং হালকা গোলাপি জমিতে লাল এবং ফিরোজা রঙের খেলা। এর সঙ্গে নীলের শেড। সুপার ডুপার হিট। আশপাশের লোকদের সম্মোহিত করে রাখবে এই রঙের লেহেঙ্গা।

লেখা : পান্থ আফজাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর