রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন

নিরাপত্তা বিশ্লেষক

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন

'জঙ্গিবাদের হুমকি : বাংলাদেশ ভাবনা' শীর্ষক সংলাপে সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশে যে নারী জাগরণ আছে, তা এই উপমহাদেশে ভারত ছাড়া আর কারও নেই। তাই জঙ্গিবাদের বিষয়টি জাতীয় সমঝোতার মাধ্যমে সমাধান না হলে বাংলাদেশে জঙ্গিবাদ থাকবে। বিশ্বে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তার ২০ ভাগ মাদ্রাসার, তাই ঢালাওভাবে কেবল মাদ্রাসাতেই জঙ্গিবাদ হচ্ছে এ কথা বলা যাবে না। তাই বলব, জঙ্গিবাদ জাতীয় সমস্যা, এটা কোনো রাজনৈতিক দলের সমস্যা নয়। দেশের জঙ্গিবাদ রোধে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলা এবং নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সবার।

 

সর্বশেষ খবর