বিকল্পধারার প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ অন্য দেশের দাসত্ব মেনে নেবে না। আমাদের ইতিহাস অন্যান্য দেশ থেকে সমৃদ্ধ। আমাদের ইতিহাস গর্বিত। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক হয়ে থাকব, অন্য কোনো দেশের দাসত্ব মেনে নেব না। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত 'শহীদ জিয়ার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ সভার আয়োজন করে।
বি চৌধুরী বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ৫ ভাগ মানুষ ভোট দিয়েছে। শতকরা ৫ ভাগ নিয়ে ফেল করা যায়, কিন্তু তারা এই নম্বর নিয়েই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। মাত্র ২০ লাখ মানুষের ভোট নিয়ে তারা একটি জগাখিচুড়ি মন্ত্রিসভা গঠন করেছে। সরকারের মন্ত্রিপরিষদকে অবৈধ উল্লেখ করে তিনি বলেন, শতকরা ৯৫ ভাগ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে বর্তমান সরকার। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, যারা দেশকে ভালোবাসে তারা ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করে না। হিংসার রাজনীতি ত্যাগ করে মানুষের সেবার রাজনীতি করা উচিত।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, জনগণের সরকার নয়। এ সরকার হলো স্বৈরাচার ও ফ্যাসিস্ট। আজ দেশে গণতন্ত্র নেই, ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। কারণ এ নির্বাচনে কোনো জনগণ অংশগ্রহণ করেনি। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আসুন সব রাজনৈতিক দলের আলোচনার মধ্য দিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করি। কিন্তু তিনি তা না করে ক্ষমতার লোভে একতরফা নির্বাচন করলেন। এর সব দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই বহন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দেখে আমার মনে হচ্ছে, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর অনেক কাছাকাছি। আর এটা প্রমাণ করছে আওয়ামী লীগ সরকারের শাসনব্যবস্থা ও বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, জেলে যেতে হয় যাবেন। কিন্তু তা না করে আপনারা ঘরের মধ্য লুকিয়ে পড়েছেন। এটাই হলো আপনাদের বড় ভুল।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ ও শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ড্যাবের সভাপতি এ জেড এম জাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব তাহমিনা আক্তার টফি, সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুর, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
শিরোনাম
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
দাসত্ব মেনে নেবে না জনগণ : বি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর