১ ডিসেম্বর, ২০২২ ০৫:৪২

সত্যিই কি তৃতীয় ম্যাচে কেম্পেস-ম্যারাডোনা পেনাল্টি মিস করেছিলেন?

অনলাইন ডেস্ক

সত্যিই কি তৃতীয় ম্যাচে কেম্পেস-ম্যারাডোনা পেনাল্টি মিস করেছিলেন?

প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন পোল্যান্ডের গোলরক্ষক ভয়চেখ সজেসনি

পোল্যান্ডের বিপক্ষে তথা বিশ্বকাপের তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। কিছুক্ষণের জন্য এই পেনাল্টি মিসকে আশীর্বাদ হিসেবে ধরে নেন আর্জেন্টিনার সমর্থকরা।

কারণ, ফিফা বিশ্বকাপ স্ট্যাট নামের একটি টুইটার পেজ থেকে এক পরিসংখ্যান দিয়ে দাবি করা হয় যে,  ১৯৭৮ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইতালির বিপক্ষে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি মিস করেন মারিও কেম্পেস। ১৯৮৬ বিশ্বকাপেও ঘটে একই ঘটনা। তৃতীয় ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেন দিয়েগো ম্যারাডোনা। সেই দুই আসরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তবে কি এবারও কাকতালীয়ভাবে একই ঘটনা ঘটতে যাচ্ছে?

যদিও পেজটি ফিফার নিয়ন্ত্রণে নেই। এমন তথ্যের পর রীতিমতো ভাইরাল হয়ে পড়ে টুইটটি। কিন্তু পুরো তথ্যটিই ভুল। ১৯৭৮ বিশ্বকাপে ইতালির বিপক্ষে কোনো পেনাল্টি পায়নি আর্জেন্টিনা। আর তখন আলবিসেলস্তেদের হয়ে পেনাল্টি নিতেন দানিয়েল পাসারেলা।  সেই ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছিল ইতালি।  ১৯৮৬ বিশ্বকাপেও একই ঘটনা। কোনো পেনাল্টি শট নেননি ম্যারাডোনা। হোর্হে ভালদানো ও হোর্হে বুরুচাগার গোলে বুলগেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা।  

ভুল তথ্য বুঝতে পেরে টুইটটি পরে মুছে ফেলেন পেজের মালিক আলিমো ফিলিপ। যিনি নিজে একজন ফ্রিল্যান্স সাংবাদিক।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 


 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর