রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা কনভেনশন সিটিতে কাঠ শিল্প পণ্যের প্রদর্শনী ২৬ মে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আগামী ২৬ মে শুরু হচ্ছে নির্মাণ ও কাঠশিল্প পণ্য প্রদর্শনী। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশ-বিদেশের শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠশিল্পের নতুন আবিষ্কার, প্রযুক্তি ও পণ্যের দ্বিতীয় বাংলাদেশ বিল্ডকন ২০১৬ এবং জেট প্রেজেন্টস দ্বিতীয় বাংলাদেশ উড ২০১৬ প্রদর্শনী দুটি চলবে ২৮ মে পর্যন্ত। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস লিমিটেড যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করেছে। ভারতের পিএইচডি চেম্বার অব কমার্সের সহায়তায় প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ইটালি, অস্ট্রিয়া, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেবে। এতে নির্মাণশিল্প-সংশ্লিষ্ট পণ্যসামগ্রী, বিপণন প্লাটফরম, প্রকৌশল, উদ্ভাবন, ইন্টেরিয়র ডিজাইন তুলে ধরা হবে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক টিপু সুলতান ভূঁইয়া, পরিচালক নন্দ গোপাল কে, তাজুল ইসলাম, নামিত গুপ্ত প্রমুখ।

সর্বশেষ খবর