বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, তথ্য সন্ত্রাস ও হলুদ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ম্লান করে দেয়। যেটি বিগত দেড় দশক ধরে দেশে বিরাজমান ছিল। আজ মুক্ত গণমাধ্যম ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষ। গতকাল খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়। এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রমুখ। মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, আবুল হাসান হিমালয়, আবদুর রাজ্জাক রানা প্রমুখ। কাদের গনি চৌধুরী আরও বলেন, ৫ আগস্টের আগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী রাজপথে থেকে সাংবাদিকদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে পথ দেখিয়ে গেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, রুহুল আমিন গাজী ঢাকায় পুলিশের গুলির সামনে থেকে ভূমিকা রেখেছেন। জাতির প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। অথচ নিজের শরীরের দিকে খেয়াল করেননি। বিজয়ের স্বপ্ন তিনি অনেক আগেই দেখেছিলেন। এই সময়ে তাকে খুব প্রয়োজন ছিল।