বরিশাল-ঢাকা মহাসড়কে বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালকসহ দুজন আহত হয়েছেন। গতকাল বরিশালের বাবুগঞ্জের সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- চিকিৎসক খালিদ মাহমুদ খালিদ (৫০) ও তার প্রাইভেট কারের চালক কামাল মল্লিক (৩৫)। তাদের ঢাকার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন। বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার জানান, বরিশাল থেকে ইমন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ঢাকা থেকে বরিশালের উদ্দেশে আসছিল প্রাইভেট কারটি। বাবুগঞ্জের সাত মাইল এলাকায় পৌঁছলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা চালক ও চিকিৎসক আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়েছে। তবে বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক বলেন, দুর্ঘটনায় শিশু হাসপাতালের উপপরিচালকের পা ভেঙে গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত। বিকালে চিকিৎসক ও তার চালককে ঢাকা পাঠানো হয়েছে।