চুয়াডাঙ্গার দর্শনায় চার কেজি ২৫ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দ করা সোনার মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। গতকাল দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- দর্শনা পৌর এলাকার ইস্রাফিল আলী (৪০) ও রেজাউল হক (৫০)।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দর্শনা কাঁচা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়। পরে তাদের দেহ তল্লাশি করে শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় চারটি সোনার বার পাওয়া যায়। তিনি আরও বলেন, উদ্ধার করা সোনা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। এ বিষয়ে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।