গোপালগঞ্জে বাস-ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ গেল চার ইজিবাইক যাত্রীর। এ ছাড়া শেরপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন। প্রতিনিধিদের খবর-
গোপালগঞ্জ : ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল বাস ও ট্রাকের মাঝখানে পড়ে চাপায় প্রাণ গেছে ইজিবাইক যাত্রী দুই ভাইসহ চারজনের। তারা হলেন- আবুল বশার (৩৫) ও আবুল খায়ের (৩০) এবং ইয়ার আলী (৪০) ও হাসান (২৬)।
দিনাজপুর : চিরিরবন্দরে ইজিবাইক থেকে পড়ে হাফিজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে বীরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাককে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে মারা যান সোহাগ নামে ট্রাকের এক হেলপার।
শেরপুর : নকলার চিথলিয়া বাজারে গতকাল পিকআপ ভ্যানচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক গৃহবধূ মারা গেছেন। বুধবার নকলার কর্শা বাদাগরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আহত খুকি বেগম নামে এক বৃদ্ধা মারা গেছেন।