রাজবাড়ীর পদ্মা নদীতে লালন শেখ নামে এক জেলের হাজারি বরশিতে গতকাল ধরা পড়েছে সাড়ে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ। মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লাকে ফোন করেন। চান্দু মোল্লা ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৫০ টাকায় মাছটি কেনেন। বিশাল আকৃতির বোয়াল মাছ দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে উৎসুক জনতা ভিড় করেন। ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, লালন শেখ পদ্মা নদীতে বোয়াল মাছটি পাওয়ার পর আমাকে ফোন করেন। আমি দ্রুত মাছটি ক্রয় করি। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৭২৫ টাকা বিক্রি করি। জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, পদ্মায় অনেক মাছ পাওয়া যায়। পদ্মার মাছ বেশ সুস্বাদু।