গাজীপুরের কাপাসিয়ার বলধা এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া কালিয়াকৈরে আপন হোসেন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, গতকাল উপজেলা সদরের বলধা এলাকায় শীতলক্ষ্যা নদীতে আনুমানিক ২০ বছর বয়সি অজ্ঞাত পরিচয় লাশটি ভেসে যেতে থাকে। স্থানীয় লোকজন কাপাসিয়া থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই যুবকের পরনে ট্রাউজার ও গায়ে কমলা রঙের চেক প্রিন্টের গেঞ্জি ছিল। কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য গাজীপুর পিবিআইয়ের কাছে বায়োমেট্রিক সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া কালিয়াকৈরে উপজেলার সফিপুর বাজারের উত্তরপাশ থেকে গতকাল পুলিশ আপন হোসেনের লাশ উদ্ধার করে। ওই যুবক জামালপুর সদর উপজেলার রশিদপুর মধ্যপাড়া গ্রামের আবদুল ফজলু মিয়ার ছেলে। সে সফিপুর বাজারের ইয়ামিন হোসেনের বাড়ির একটি কক্ষে ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করে বাসের হেলপারের কাজ করত।