গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হন বেশির ভাগ চেয়ারম্যান। তারা সবাই ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পদ-পদবিধারী। ৫ আগস্ট সরকার পতনের দিন থেকে চরফ্যাশন উপজেলার অনেক ইউপি চেয়ারম্যান ও মেম্বার জনরোষে গাঢাকা দেন। এতে স্থবির হয়ে পড়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। সেবাবঞ্চিত হচ্ছেন তৃণমূলের মানুষ।
জানা যায়, চরফ্যাশনের ওসমানাগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা, আসলামপুরের আবুল কাসেম মেলেটারি, চর মাদ্রাজের আবদুল হাই, ওমরপুরের একেএম সিরাজুল ইসলাম, জিন্নাগড়ের হোসেন মিয়া, আমিনাবাদের সায়েদুর রহমার মিঠু, নূরাবাদের আনোয়ার হোসেন, আহম্মদপুরের ফখরুল ইসলাম, চরকলমির কাউছার হোসেন, হাজারীগঞ্জের সেলিম হাওলাদার, রসুলপুরের জহিরুল ইসলাম, এওয়াজপুরের মাহাবুব আলম খোকন, জাহানপুরের নাজিম উদ্দিন, অধ্যক্ষ নজরুল নগরের রুহুল আমিন, মুজিব নগরের আবদুল ওয়াদুদ মিয়া, আবদুল্লাপুরের আল এমরান প্রিন্স এবং ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। চরফ্যাশনের ইউএনও জানান, যেসব চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত সেখানে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হবে।