শেখ কামালের নাম বাদ দিয়ে শুধু ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নামকরণ এবং প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে গতকাল মিছিল শেষে অধ্যক্ষের কাছে তারা বিভিন্ন দাবি-দাওয়া লিখিতভাবে জানান। অন্য দাবির মধ্যে রয়েছে হলের ক্যান্টিন ব্যবস্থা পুনরায় চালু করা, ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতিনের শিকার শিক্ষার্থীদের বক্তব্য শুনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, শহর থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় যানবাহনের ব্যবস্থা, শিক্ষক সংকট দ্রুত নিরসন, পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা, কলেজের আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনা, ল্যাবের কার্যক্রম সঠিক ল্যাব অ্যাসিস্টান্ট দ্বারা পরিচালিত করা। এ সময় কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফিরোজ খন্দকারসহ অন্যান্য বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে ছিলেন- অপু খন্দকার, তাহমিদ আহম্মেদ, আবদুল্লাহ, আবিদা সুলতানা, নাইমা খাতুন প্রমুখ।