নাটোরের বড়াইগ্রামে জনবসতিপূর্ণ এলাকায় কারখানা খুলে পরিবেশ দূষণের প্রতিবাদ করায় গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দাবি জানানো হয়েছে, ওই কারখানায় ভেজাল ওষুধ তৈরি বন্ধসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। উপজেলার গড়মাটি গ্রামে গতকাল এ মানববন্ধনে ২ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান সেন্টু, রওশন আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কয়েক বছর আগে গড়মাটি গ্রামে আবাসিক এলাকায় জনৈক মোজাফফর হোসেন মেসার্স জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কারখানা চালু করেন। তিনি এ কারখানার বর্জ্য ও দূষিত পানি ফেলে আশপাশের পরিবেশ দূষণ করেন। ইতিপূর্বে র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করাসহ কারখানা সিলগালা করে দেয়। কিছুদিন পর তারা পুনরায় কারখানা চালু করে। প্রতিবাদ জানালে নানা কল্পিত অভিযোগে গ্রামের ২ শতাধিক নিরীহ মানুষের নামে আটটি মামলা করা হয়। এ ব্যাপারে জানতে মোজাফফর হোসেনের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তার জামাতা আবু জাফর অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু লোক আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা এ মানববন্ধন করেছে।