বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে শহীদ আট পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়দা দিয়েছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্র-জনাতা ঐক্য সমাবেশের আয়োজন করা হয়। নিহত আটজনের পরিবারের হাতে ২ লাখ করে তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ পরওয়ার। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, দুজন চাকরিজীবী, দুজন শ্রমিক, একজন ব্যবসায়ী ও একজন ভাড়ায় গাড়ি চালাতেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাপ পরওয়ার বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগ যুগ মাইল ফলক হিসেবে থাকবে।
জাতি এটা দিয়ে শিক্ষা নেবে শেখ হাসিনা কীভাবে হায়েনার মতো মানুষের ওপর নির্যাতন, শোষণ চালিয়েছিল। গুম, খুন, অপহরণ, আয়নাঘরের মাধ্যমে মানুষের নাভিশ্বাস উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে। জেলা জামায়াতের আমির অ্যাড. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- অ্যাড. মুয়াজজম হোসেন হেলাল, শামীম সাঈদি, অ্যাড. শাহাদাত হোসেন, শেখ নেয়ামুল করীম, অধ্যক্ষ ফরিদুল হক প্রমুখ।