ঝিনাইদহে বৈষম্যবিহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংগঠনের দায়িত্বশীল ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সরকারি কেসি কলেজ অডিটরিয়ামে এ সভার আয়োজন করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র ফ্রন্টের শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কেসি কলেজের প্রফেসর অশোর কুমার মৌলিক।
বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি ইমরান হোসেন, ছাত্র শিবিরের শহর শাখার সভাপতি মেহেদী হাসান রাজু, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাব্বি হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম নাইম মাহমুদ, জেলা সমন্বয়ক আবু হুরাইরা, রিহান হোসেন, রায়হান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, সমন্বয়ক নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এর আগে সমন্বয়কদের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কলেজ এসে শেষ হয়।