সন্ত্রাস, মাদক, লুটপাট, নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তারাব পৌর বিএনপির আয়োজনে রূপসী বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বক্তৃতা করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি নেতা অ্যাডভোকেট মাফুজুর রহমান হুমায়ুন, বাছির উদ্দিন বাচ্চু, ছাত্রদল নেতা নাহিদ হাসান, জুবায়ের রহমান জিকু প্রমুখ।