ধুনট উপজেলায় মামুন মিয়া (২৫) নামের ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মামুন উপজেলার নলডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের ছেলে। সে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।
জানা যায়, মামুন মিয়া গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এলাঙ্গী বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে মামুন মিয়াকে কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা বলছেন, দলীয় কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।