পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে ভাসছিল একটি অর্ধগলিত লাশ। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ গতকাল দুপুরে লাশ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবির ঘটনায় মারা যাওয়া কোনো জেলের লাশ হতে পারে। স্থানীয় কবির হোসেন জানান, সকালে বেড়িবাঁধের পাশে বলেশ্বর নদে অজ্ঞাত লাশ ভাসতে দেখেন এক নারী। বিষয়টি গ্রাম পুলিশকে জানালে তিনি পাথরঘাটা থানায় খবর দেন। পাথরঘাটা থানা এসআই আলাউদ্দিন বলেন, নৌপুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।