মাগুরায় জয় বাংলা স্লোগান দেওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শহরের ভায়না এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন আবদুর রহিম (২৮), রহমান (২৯) ও রকিবুল (২৫)।
হাসপাতালে ভর্তি আলিম শেখ বলেন, বিকালে একই এলাকার মসলেমের ছেলে সিনবাদ কয়েকজন সঙ্গী নিয়ে মোটরসাইকেলে করে আবদুর রহিমের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেয়। এ সময় আবদুর রহিম বিএনপি করেন বলে সিনবাদকে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় সিনবাদ তার সঙ্গীদের নিয়ে দেশি অস্ত্রসহ আবদুর রহিমের লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।