টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষে দেখা দেয় দ্বন্দ্ব। বিরোধ মীমাংসায় বসে সালিশ বৈঠক। সালিশে মুসলিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় মুসলিমের বাবা-চাচাসহ ছয়জন আহত হয়েছেন। ভূঞাপুর উপজেলার মাটিকাটা ব্রিজপাড় বাজার এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মুসলিম মাটিকাটা গ্রামের জোয়াহেরের ছেলে। এ ঘটনায় হালিম নামে একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি নিয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে। গতকাল সোনাইমুড়ী পৌরসভার নাওতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুস সোবহান (৬৫) একই গ্রামের বাসিন্দা।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপরদিকে সদর উপজেলায় ছুরি মেরে আহত করার চার দিন পর এক অ্যাম্বুলেন্স চালক মারা গেছেন। ঢাকা মেডিকেলে শুক্রবার রাতে মৃত্যু হয় তার। অভিযুক্ত হৃদয়কে নিহতের স্বজনরা বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছে। জামাল হোসেন (৩৩) নোয়াখালী পৌরসভার মধুসূদনপুর গ্রামের রফিক উল্যার ছেলে। ছুরি মারার ঘটনা ঘটে গত মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার হাসপাতাল রোডে।