নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর রুয়েল রিছিল (২৮) নামের যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমেশ্বরী নদীর ফারাংপাড়া জিরো পয়েন্ট অংশে গতকাল লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। গত মঙ্গলবার বিকালে একই স্থানে নিখোঁজ হয়েছিলেন তিনি। রুয়েল দুর্গাপুর সদর ইউনিয়নের দাহাপাড়ার অনুত সাংমার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি ঢলে বেড়ে যায় সোমেশ্বরী নদীর পানি। পানি কমতে থাকলে গত মঙ্গলবার বিকালে রুয়েলসহ চার বন্ধু নদীতে মাছ ধরতে নামেন। একপর্যায়ে রুয়েল বালু তোলার গর্তে পড়ে যায়। তার চিৎকারে তিন বন্ধু উদ্ধারে গিয়ে ডুবে যায় তারাও। নদীর পাড় থেকে বিষয়টি দেখে স্থানীয় আলামিন দ্রুত নৌকা নিয়ে তিনজনকে উদ্ধার করতে পারলেও রুয়েলের সন্ধান পাননি।