জেলা শহরের অভিজাত নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে গতকাল দিনাজপুর অঞ্চল ছাত্রশিবিরের কর্মী সমাবেশ হয়েছে। পরে একই স্থানে সাথি ও সদস্য সমাবেশ হয় পৃথকভাবে। দিনাজপুর শহর ছাত্রশিবির সভাপতি রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা উত্তর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ
আনিসুর রহমান, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওহিদুল ইসলাম আকিক, জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, শহর সেক্রেটারি মুশফিকুর রহমান
প্রমুখ।
মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ছাত্রশিবির আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। সে জন্য প্রতিটি কর্মীকে সৎ, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে জাতির নেতৃত্ব দেওয়ার উপযোগী হিসেবে তৈরি করতে হবে।