পর্যটক শূন্য কুয়াকাটা। সৈকতের কোথাও নেই কোনো পর্যটকদের আনাগোনা। খালি পড়ে আছে পাতা বেঞ্চিগুলো। বুকিং নেই হোটেল-মোটেলগুলোতে। সারা দেশে কারফিউ জারি হওয়ার পর থেকে এমন অবস্থা বিরাজ করছে। এর ফলে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে হতাশা। পর্যটক না থাকায় অলস সময় পার করছেন হোটেল কর্মচারীরা। এদিকে এদিকে কারফিউ শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। সকাল থেকে খুলেছে দোকানপাট। স্থানীয় বাজারগুলোতে মানুষের আনাগোনা বাড়তে শুরু করেছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের লক্ষ্য করা গেছে।
পর্যটক সংশ্লিষ্টরা জানান, কারফিউর কারণে পর্যটকদের আনাগোনা নেই। তাই অলস সময় কাটাচ্ছে অনেকে। হোটেল-মেটেলেগুলোর সব রুমই ফাঁকা। কবে নাগাদ আবার পর্যটক আসবে সেটা বলতে পারেনি তারা। তবে লোকসানের মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, কারফিউর কারণে সৈকতের কোথাও কোনো পর্যটকদের আনাগোনা নেই। তবে কিছু স্থানীয় লোকজন সৈকতের অবস্থা দেখতে বেরিয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ