খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ইউসুফ, রানা ও ফয়সাল।
মঙ্গলবার রাতে রামগড়ের নাকাপায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর এই তথ্য জানান।
তিনি বলেন, “২২ আগস্ট রাতে নাকাপা এলাকায় অভিযুক্তরা এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলা বাগানে যায়। এ সময় মেয়ে দৌড়ে পালালেও তারা ওই নারীকে গণধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষকেরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের এবং ধর্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন পাহাড়ের নারী সংগঠন।
বিডি প্রতিদিন/একেএ