নওগাঁয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব কারাম উৎসব উদযাপন হয়েছে। বুধবার বিকালে মহাদেবপুর উপজেলার দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক সমাবেশ ও সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ-তরুণীরা রঙিন সাজে সজ্জিত হয়ে বাদ্যের তালে তালে নেচে গেয়ে উৎসব উদযাপন করেন। এ সময় হাজারো দর্শক এ নৃত্য ও সংগীত উপভোগ করেন।
কারাম উৎসব সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম প্রধান উৎসব। প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমায় এই উৎসবের আয়োজন করা হয়। কারাম বৃক্ষের ডাল পূজাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এ উৎসব অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশ্বাস অনুযায়ী, কারাম উৎসব অভাবমুক্তি ও সৌভাগ্যলাভের প্রতীক। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা।
এ বছর দেওয়ানপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৯তম কারাম উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে শুরু হওয়া এ উৎসবের প্রথম দিন হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর বগাপাড়া, বাঁশপাড়া, পাহানপাড়া, কারামগোছা ও গোবরাপাড়ার নৃগোষ্ঠীর নর-নারীরা বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। মঙ্গলবার দিনভর উপবাস থাকার পর সন্ধ্যায় কারাম বৃক্ষের ডাল পূজার বেদিতে বসানো হয় এবং পূজার আচার-অনুষ্ঠান শুরু হয়।
রাতের পূজা পর্ব শেষে বুধবার সকালে আচার-অনুষ্ঠান শেষে কারাম ডাল আত্রাই নদীতে বিসর্জন দেওয়া হয়। বিকালে দেওয়ানপুর স্কুল মাঠে সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন অঞ্চলসহ বাইরের জেলার ৩০টি সাংস্কৃতিক দল অংশ নেয়। দলগুলো নিজেদের ঐতিহ্য তুলে ধরে নাচ, গান ও বাদ্যযন্ত্রের সুরে মাতোয়ারা করে তোলে মাঠ।
বিকাল ৩টায় শুরু হওয়া এ সমাবেশ ও মিলনমেলার উদ্বোধন করেন হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসসির নির্বাহী পরিচালক অনিক আসাদ। এছাড়া জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নরেন পাহান, মার্টিন মুর্মু, দিলিপ পাহান প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল