মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, দশম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নির্বাচনী ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও বেগবান করতে সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদসহ বিদ্যালয়ের অভিভাবকরা।
বিডি প্রতিদিন/জামশেদ