দিনাজপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এবং জেলা সমাজসেবা দপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের চত্বরে অস্থায়ী কার্যালয়ে প্রবীণ সংঘের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে প্রবীণদের সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। প্রবীণদের জন্য পৃথক মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, তা অচিরেই মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা বরাবর আকুল আবেদন করছি। যে সমস্ত প্রবীণরা ইতিমধ্যে সরকারি ভাতা ভোগ করছেন, তাদের ভাতা বৃদ্ধি ও নতুন করে প্রবীণদের ভাতার আওতায় আনতে হবে। প্রবীণদের অভিজ্ঞতার আলোকে দেশের উন্নয়নের কাজে তাদের মূল্যায়ন করতে হবে। মনে রাখবেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, সম্পদ।
প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর শাখার সভাপতি অধ্যক্ষ এমএ জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. ময়নুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা দপ্তরের সহকারী উপ-পরিচালক মো. মুনির হোসেন, সমিতির সহ-সভাপতি অধ্যাপক ইসমাঈল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান আসাদ। স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
মুক্ত আলোচনায় আলোচনা করেন সর্দার শফিউল আলম, ডা. মুহা. শহিদুল্লাহ, ডা. মো. আলতাফ হোসেন, সদস্য সুলেখা বেগম, খালেক চিশতি, সুর্বণা বেগম, প্রকৌশলী মহিউদ্দীন আলমগীর, মো. জোবায়ের আলী জুয়েল ও সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তাইজুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই