ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৮ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৩০ জন।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও মারপিটের ঘটনায় ফেনীতে দায়ের করা ১৩ মামলায় গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার ফেনীর বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আর বুধবার ১৫ জনকে গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্রদের আন্দোলনে সরকার সমর্থিতদের গুলিতে ৯ জন নিহতের ঘটনায় ৮টি হত্যা মামলা ও মারাপিটের ঘটনায় ৫টি মামলাসহ মোট ১৩টি মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ