ফেনীর পরশুরামে স্থানীয়দের সহযোগিতায় ১১ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে বিজিবি। পরবর্তীতে তাদের পরশুরাম থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের শেখ ফরিদ, মো. জাকির ও ইমাম হোসেন।
সোমবার রাত ৯টার দিকে পরশুরাম-সুবার বাজার সড়কের পূর্ব সাহেবনগর স্টিল ব্রিজ সংলগ্ন ঘাটঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, নিজ কালিকাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনি এনে সীমান্তবর্তী একটি বাড়িতে মজুদ করে এরপর রাত ৯টার দিকে টমটমে করে পরশুরাম নেওয়ার সময় ঘাটঘর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় টমটমসহ ভারতীয় চিনি জব্দ করে বিজিবি।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ভারতীয় চিনি জব্দের কথা স্বীকার করে বলেন, চোরাকারবারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত