ময়মনসিংহের ফুলপুরে গত কয়েকদিনের টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের আলোকদী ও ফতেপুর গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল।
এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, কৃষি সম্প্রসারণ অফিসার কারুল হাসান কামু, উপজেলা সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান, ব্যবসায়ী গোলাম মর্তুজা তালুকদার লাল মিয়া প্রমুখ উনার সাথে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ