আষাঢ় গেলো শ্রাবণ এলো
ভরলো নদীর কূল,
বিল ভরে আছে ফুটে
পদ্ম, শাপলা ফুল।
ডুব দিয়ে পানকৌড়ি
ধরছে শুধু মাছ,
ফুলে ফুলে আছে সেজে
কদম ফুলের গাছ।
ঝাঁকে ঝাঁকে আসছে উড়ে
হরেক রকম পাখি,
ঘরে বসে থেকো না
খোকন করছে ডাকাডাকি।।
দাদুর সাথে করবে শিকার
ধরবে ডাহুক পাখি,
এই খুশিতে নাচছে খোকন
করছে দাপাদাপি।