ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিক উদ্দীন ভূঁইয়া (সাবেক জেলা গভর্নর, ময়মনসিংহ)সহ সজ্জন ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে 'শহীদ স্মৃতি আদর্শ কলেজটি' প্রতিষ্ঠা করা হয়েছিল। নান্দাইল উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলেজটির বয়স ৪২ বছর। পুরনো এ কলেজটি পূর্ণাঙ্গ একটি ডিগ্রি কলেজ। নরসুন্ধা নদীর তীরে অবস্থিত বহুজাতিক ফুলের বাগানসমৃদ্ধ কলেজটির ভৌত অবকাঠামো মনোরম ও সুবিশাল। কলেজকটি অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও দক্ষ পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত। বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) ও বিএম (কারিগরি শিক্ষা) শাখাসহ নিয়মিত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার। স্নাতকসহ সব পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। প্রধানমন্ত্রী দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন নির্বাচনী জনসভায় (যেমন : কুষ্টিয়া, খুলনা ও যশোর প্রভৃতি স্থানে) 'ভবিষ্যতে তিনি সরকার গঠন করতে পারলে প্রতিটি উপজেলায় একটি স্কুল ও একটি কলেজ সরকারিকরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই সুবাদে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ, নান্দাইল, ময়মনসিংহ সরকারিকরণের ক্ষেত্রে অগ্রাধিকারের দাবিদার। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইসহাক মাহমুদ
সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, শহীদ স্মৃতি আদর্শ কলেজ, নান্দাইল, ময়মনসিংহ।