সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাকালুকি হাওরে রুপালি ইলিশ

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

হাকালুকি হাওরে রুপালি ইলিশ

দেশের সর্ববৃহৎ জলাভূমি হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ। প্রতি বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ছোট আকারের ২-৪টি ইলিশ ধরা পড়লেও এবার বড় আকারের ও সংখ্যায় বেশি ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দ-উল্লাস ও হাসির ঝলক ফুঠে উঠেছে। দীর্ঘ ৩ মাসের বন্যায় হাকালুকি হাওরপাড়ের মত্স্যজীবী সম্প্রদায় হাওরের ভাসান পানিতে জাল ফেলে মাছের দেখা পায়নি। জীবিকার প্রধান উৎস হাওরের মাছ শিকার। কিন্তু হাওরের জলে মাছ না পাওয়ায় হাকালুকি তীরবর্তী কুলাউড়া, বড়লেখা ও জুড়ির প্রায় ২৫ হাজার জেলে পেশা সংকটে পড়েন। সম্প্রতি জেলেদের জালে অন্যান্য মাছের সঙ্গে রুপালি ইলিশ ধরা পড়ায় তারা বেশ খুশি। সরেজমিন বড়লেখা ও জুড়ি উপজেলার বিভিন্ন বাজারে হাকালুকির ইলিশ বিক্রি হতে দেখা গেছে। মাছ ব্যবসায়ী বদরুল ইসলাম জানান, হাওরপাড়ের মোহদিকোনার এক জেলের কাছ থেকে তিনি প্রায় ৩০ কেজি ইলিশ কিনে বিক্রি করেছেন। গত কয়েক দিন ধরে হাকালুকি হাওরে ব্যাপক ইলিশ ধরা পড়ছে। স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন বাজারে তা বিক্রি করছেন। বড়লেখা উপজেলা মত্স্য অফিসের মত্স্য সম্প্রসারণ প্রতিনিধি ও তথ্য সংগ্রহকারী সামছুল হাসান জানান, প্রতি বছর হাওরে ছোট ছোট ২-৪টি ইলিশ ধরা পড়লেও এবার আধা কেজি পর্যন্ত ওজনের ব্যাপক ইলিশ ধরা পড়ছে। এতে জেলেদের মুখে হাসি ফুঠে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা হাকালুকির ইলিশ বিভিন্ন বাজারে বিক্রি করছেন। কুলাউড়া উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, হাওরে এবছর বেশ ইলিশ ধরা পড়ছে। তবে এ বছরের ইলিশের ওজন অন্য বছরের তুলনায় বেশি।

সর্বশেষ খবর