বিশেষজ্ঞরা চীনের জিশুয়াংবান্না ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেনে নতুন ধরনের এক মস উদ্ভিদের সন্ধান পেয়েছেন, যা আলঝেইমার রোগের চিকিৎসায় সম্ভাব্য ভূমিকা রাখতে পারে। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষক দল জানিয়েছে, এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হুপারজিয়া ক্র্যাসিফোলিয়া, এবং এটি ফারমস শ্রেণির অন্তর্ভুক্ত। বিজ্ঞানীরা দাবি করছেন, উদ্ভিদটির নির্যাস আলঝেইমার রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে, যা চিকিৎসা বিজ্ঞানের জন্য এক নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বিজ্ঞানী লিউ হংমেই উল্লেখ করেছেন, হুপারজিয়া গোষ্ঠীর অন্তর্ভুক্ত এই উদ্ভিদে প্রাকৃতিকভাবে হুপারজাইন নামে একটি বিশেষ উপাদান রয়েছে, যা মস্তিষ্কের স্নায়ুবিক কার্যকলাপ উন্নত করতে সাহায্য করে। এটি আলঝেইমার রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফারমস শ্রেণির উদ্ভিদগুলো মূলত নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায়, এবং এগুলোর প্রায় ২৫টি প্রজাতি বিদ্যমান।
উদ্ভিদটি দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো, হুবেই, হুনান এবং চংকিং এলাকায় সীমিতভাবে পাওয়া যাচ্ছে। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ১১০০ থেকে ১৯০০ মিটার উচ্চতার হিউমাসসমৃদ্ধ বনাঞ্চলে এই উদ্ভিদ জন্মে থাকে। তবে উদ্ভিদটির সংখ্যা অতি সীমিত, যা সংরক্ষণে বিশেষ মনোযোগ প্রয়োজন। বিজ্ঞানীরা উদ্বিগ্ন যে, মানুষের মধ্যে এর ঔষধি গুণ সম্পর্কে জানাজানি হলে, উদ্ভিদটি বিলুপ্তির ঝুঁকিতে পড়তে পারে।
এ বিষয়ে গবেষণাপত্রটি ‘ফাইটোকিস’ নামের একটি বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি মানুষ উদ্ভিদটির ঔষধি গুণের বিষয়ে জানতে পারে, তবে এটি সংগ্রহ করার জন্য ব্যাপক চাহিদা তৈরি হতে পারে, যা উদ্ভিদটির অস্তিত্বকে বিপন্ন করতে পারে।
হুপারজিয়া ক্র্যাসিফোলিয়ার মতো দুর্লভ উদ্ভিদ সংরক্ষণে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট গবেষকরা, যাতে এটি মানবতার জন্য দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করা সম্ভব হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল