রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকায় কামাল আহমেদ (৪০) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। সোমবার রাতে সড়কের পাশে বসে মোবাইল ফোনে লুডু খেলার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক মতাদর্শ এবং ব্যবসায়িক ও এলাকার আধিপত্যের দ্বন্দ্বে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, কামাল আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা আলম চান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।