কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নিজের অ্যাভাটার (অবয়ব) তৈরি করার সুযোগ দিতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট জুম। যার সাহায্যে সরাসরি কথা না বলে বার্তা লিখে দিলেই মিটিংয়ে অন্য টিম মেম্বারদের পড়ে শোনাবে এআই অ্যাভাটার। খবর দ্য ভার্জ।
ব্যবহার অভিজ্ঞতা ও যোগাযোগ আরও উন্নত করতে এআইয়ের ব্যবহার বৃদ্ধি নিয়ে কাজ করছে জুম। এআই অ্যাভাটার তৈরি করতে প্রথমে নিজের কণ্ঠসহ ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিওটির সাহায্যে জুমের এআই কণ্ঠ ও চেহারার মিল রেখে অ্যাভাটার তৈরি করবে। এরপর যে বার্তা পড়ে শোনানো প্রয়োজন তা লিখতে হবে। মানুষের মতোই বার্তা তখন এআই পড়ে শোনাবে। জুমের ক্লিপসের অংশ ফিচারটির সাহায্যে খুব সহজেই অন্যান্য সহকর্মীর জন্য সংক্ষিপ্ত ভিডিও বার্তা রেকর্ড করা যাবে। জুম অবশ্য ডিপফেকের সম্ভাবনা বিবেচনায় নিচ্ছে। এক সংবাদ সম্মেলনে জুমের প্রধান প্রোডাক্ট অফিসার স্মিতা হাশিম বলেন, ‘জুম উন্নত অথেন্টিকেশন প্রযুক্তির সাহায্যে বিষয়টি পরিচালনা করছে। এক্ষেত্রে ওয়াটারমার্কিং প্রযুক্তি ও কঠোর ব্যবহারের নীতি নিয়েও কাজ করা হচ্ছে।’ জুমের কাস্টম এআই কম্পানিয়ন অ্যাড-অন হিসেবে এআই অ্যাভাটার ব্যবহার করা যাবে। এ জন্য প্রতি মাসে ব্যয় করতে হবে ১২ ডলার।