দিনাজপুরের বীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বসুন্ধরা শুভসংঘ বন্ধুরা। সম্প্রতি বীরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন জেলখানা হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে নানা প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন, ‘ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো। পর্যায়ক্রমে আমাদের সামাজিক এবং মানবিক কাজগুলো অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সোহেল আহমেদ, ফরহাদ হোসেন, সাব্বির হোসেনসহ মাদরাসার ছাত্র, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।