ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। সম্প্রতি নাটোর স্টেশন সংলগ্ন স্বপ্নকলি স্কুলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মারুফত হুসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তার নেলী।
স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সৈকত। চারা বিতরণ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্কুলের আঙিনায় গাছের চারা রোপণ করেন।