জয়পুহাটের ক্ষেতলাল উপজেলার নওটিকা-কেশুরতা উচ্চ বিদ্যালয়ে আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। সম্প্রতি উপজেলা শুভসংঘ বন্ধুরা মিলে আম, জাম, পেয়ারা, কাঠাল, জলপাই, জারুল ও নিমগাছের চারা রোপণ করেন।
ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আহত ছাত্র-জনতার জন্য সুস্থতা কামনা ও নিহতদের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল এবং তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি।
বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, আরিফ হোসেন, শাহিন আহমেদ, মিজানুর রহমান, মান্নান, সামিউল ইসলাম প্রমুখ।