রাজধানীর মিরপুরে রাস্তার ডিভাইডার ও ফুটপাতের ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ মিরপুরের বন্ধুরা। আন্দোলনে নিহদের স্মরণে সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় বসুন্ধরা শুভসংঘ।
তিন দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে পাঁচ শতাধিক গাছ লাগানো হয়েছে। বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন মেহেজাবিন ইসরাত জিনিয়া, ফৌজিয়া ফায়সাল, সিফাত উল্লাহ তাহসিন, ফারিয়া হাসান আনহা, আদর খান, মো. জুবায়ের, নাজমুল হাসান, ইশিকা ইসমাইল অরিন, নাফিসা তাসফিয়া নোভা, আফিয়া আনজুম ঐশী, ওয়ালী উল্লাহ খান ইউছু্ফজাই, সাদমান ওয়াসি, তানজীম হোসাইন প্রমুখ।