ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে জন্ম নেওয়া তিন শিশুকে বসুন্ধরা শুভসংঘের পেশাক উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে চিকিৎসক গোপা পালের কাছে শিশুদের জন্য পোশাক তুলে দেওয়া হয়। পরে তিনি শিশুদের পোশাক পরিয়ে দেন।
এর আগে, মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে পৌর এলাকার কুমারশীল মোড়ের দি রেমেডি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসূতি মাতা মরিয়ম আক্তার দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট গোপা পাল ও হাসপাতালের কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) খোকন দেবনাথ সিজারিয়ান অপারেশন করেন।
বিষয়টি নজরে আসে বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়া শাখার। পরে সংগঠনের সদস্য চয়ন বিশ্বাস বুধরাত রাতে ওই শিশুদের জন্য মোট ছয় সেট শীতের পোশাক দিয়ে আসেন। এসব পোশাকের মধ্যে ছিল, সোয়েটার, প্যান্ট, কানটুপি, হাত ও পায়ের মোজা।
উল্লেখ্য, গত চার বছর ধরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নতুন বছরের প্রথম দিন জন্ম নেওয়া শিশুদেরকে পোশাক উপহার দেওয়া হয়। এ বছরও ১৫০টি পোশাক বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও ৫০টির বেশি পোশাক উপহার দেওয়া হবে। বিডি অ্যানিমেল হেলথ নামে একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসব উপহারের ব্যয় বহন করে।
বিডি প্রতিদিন/মুসা