নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১ টায় নাটোরের লালপুর উপজেলার বুধিরামপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুল চত্ত্বরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালপুরে বসুন্ধরা শুভসংঘের সভাপতি জালাল উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর শ্রী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের (বিএম সংযোজিত) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর ডিগ্রী কলেজের শিক্ষক আব্দুল ওয়াদুদ, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব একে আজাদ সেন্টু, বসুন্ধরা শুভসংঘ স্কুল পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা রোকেয়া খাতুন প্রমুখ।
এসময় উপস্থিত মায়েদের মধ্যে বক্তব্য রাখেন অনেকে। তারা বলেন, অনগ্রসর এই এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় আমাদের সন্তানদের পড়ালেখা করার পথ সুগম হয়েছে। এই স্কুল না থাকলে হয়তো আমাদের ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হতো।
সমাবেশে বক্তারা বলেন, শিশুদের মেধা বিকাশে মায়েরা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সেটা অব্যাহত রাখতে হবে। শিশুদের হাতে মোবাইল ফোন দেয়া থেকে বিরত থাকতে হবে। তাদের প্রতি সার্বক্ষনিক খোঁজ খবর রাখতে হবে। লেখা পড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক মানুষ হিসেবে শিশুদের গড়ে তুলতে অধিক যত্ন নিতে হবে। তবেই তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। বক্তারা বসুন্ধরা শুভসংঘ স্কুলের নানা কার্যক্রম তুলে ধরেন ও স্কুলটি প্রতিষ্ঠা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন
বিডি প্রতিদিন/আশিক