নীলফামারী জেলার জলঢাকায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চারআনী গ্রামে বসুন্ধরা শুভসংঘ স্কুলে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান। বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা ইতি বানুর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রশিক্ষণার্থী আমিনা বেগম, ফরিদা আকতার ও কিলমি বেগম বলেন, আমাদের চর এলাকায় ধুলোবালির সাথে মিশে থাকা মানুষগুলোর কথা ভাবার জন্য আমরা বসুন্ধরা গ্রুপের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাদের এখানে বিগত দিনে অনেকে বড় বড় কথা বলেছেন। আমাদেরকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ইতোমধ্যে আমরা বসুন্ধরা শুভসংঘ স্কুল পেয়েছি। সেখানে আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা নিশ্চিন্তে আছি। আমাদের বিশ্বাস তারা একদিন ঠিকই শিক্ষিত হবে। দেশের মুখ উজ্জ্বল করবে। আমাদের চর এলাকা এক সময় আলোকিত হবে। আমরা আজ থেকে স্বাবলম্বী হবার আলো দেখতে পাচ্ছি। যারা দেশ ও মানুষের কল্যাণের জন্য কাজ করে আমাদের বিশ্বাস মহান আল্লাহ তার সাহায্য থেকে তাদের নিরাশ করেন না।
প্রশিক্ষণার্থীদের মাঝে উপস্থিত হয়ে আরও বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ জলঢাকা উপজেলা শাখার সমন্বয়ক ও কালের কন্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান স্টালিন, বালাপাড়া গাবরোল কাচারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আক্কাস আলী, প্রশিক্ষক আয়শা সিদ্দিকা প্রমুখ।
গ্রামের অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। ২০ জন নারীর একটি দল প্রশিক্ষণ গ্রহণ করছে। সেলাই কাজে তাদের দক্ষ করে তুলতে তিন মাসের জন্য একজন নারী প্রশিক্ষক ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি জানুয়ারী মাস থেকে আগামী এপ্রিল/২০২৫ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের পক্ষ হতে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ