শীতের কুয়াশাঘেরা এক সকালে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজন করা হয় এক হৃদয়গ্রাহী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে জড়ো হন শিক্ষক, অভিভাবক এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যবৃন্দ। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের মুখে তখন অদ্ভুত প্রশান্তির হাসি। তাদের মনে হচ্ছিল, এ বইগুলো শুধু বই নয় বরং সন্তানদের জীবনে ভালোবাসা আর স্বপ্নের বীজ বুনে দেওয়ার এক অনন্য উপহার।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, সাবিনা ইয়াসমিন, তানিয়া আক্তার, বিথী আক্তার, তানিয়া ইসলাম।
বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, এই বইগুলো শুধু শিক্ষার উপকরণ নয় বরং শিক্ষার্থীদের জীবনের আলোকবর্তিকা। পাঠ্যবই শিক্ষার্থীদের আগামী দিনের পথে এগিয়ে নিয়ে যাবে।
বই হাতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস মুহূর্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের হাসির শব্দ, পাতার খসখসানি, আর তাদের চোখে-মুখে নতুন বছরের প্রত্যাশা।
বিডি প্রতিদিন/এমএস