'এসো তরুণ মিলাই হাত, মাদক ব্যাধি নিপাত যাক' শ্লোগানে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণের মধ্য দিয়ে যশোরের মনিরামপুরে উপজেলা বসুন্ধরা শুভসংঘের প্রস্তাবিত কমিটির খসড়া করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে মনিরামপুর পৌরসভা চত্বরে উপজেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদক বিরোধী গণসচেতনতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বসুন্ধরা শুভসংঘের আহবায়ক এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সদস্য মো. মনিরুজ্জামান, মো. শামছুজ্জামান, প্রবীর সরকার, আশরাফুল ইসলাম, শহীদুল ইসলাম, খালিদ মুজাহিদ, জাকারিয়া হোসেন, হোসাইন ইকবাল সানি, শরীফ মাহমুদ, হাসাইন ইকবাল সাদী, জোবের হোসেন তারেক, সানজিদা আক্তার সোনিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্তি একটি সামজিক ব্যাধী, সর্বগ্রাসী মরন নেশা। এ নেশার কারনে মারাত্বকভাবে আক্রান্ত দেশের লাখ লাখ মানুষ, বিশেষ করে যুব সমাজ। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপদগামী ও বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে। দেশকে এগিয়ে নিতে যুব সমাজকে রক্ষা করতে হবে। আর যুব সমাজের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী। মাদক আগ্রাসন থেকে নিজেকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে পরিবার সমাজ দেশকে। আর এখনি সময় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। এখনি সময় মাদকমুক্ত জীবন গড়ার শপথ নিয়ে মাদককে না বলার।
বক্তারা আরো বলেন, জীবন একটাই। আর সুন্দরভাবে বাঁচার নামই জীবন। কিন্তু মাদক জীবনকে কেড়ে নেয়। প্রতিনিয়ত মাদকের করাল গ্রাসে থমকে যাচ্ছে সম্ভাবনাময় এক একটি জীবনের অধ্যায়। তাই মাদক যে জীবন ও ভবিষ্যৎ বিধ্বংসী দ্রব্য, এটি নতুন প্রজন্যকে জানান দিয়ে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং প্রশাসন হচ্ছে দেশ পরিচালনার হাতিয়ার। এই দুইটি পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে হবে।
সভায় মাদককে না বলার শপথ বাক্য পাঠ করান দৈনিক কালেরকন্ঠের উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার।
এসময় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা হাত উঁচু করে সমম্বরে জানান দেয় জীবন একটাই। নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নিজেরই। আর তাই সম্ভাবনাময় জীবনের পথে বাধা হয়ে দাঁড়ানো মাদকের বিরুদ্ধে মুখে নয়-মন থেকে না বলা ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গিকারের সময় এসেছে।
সভাশেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম হাফিযুর রহমানকে সভাপতি ও আব্দুর রহমান আকাশকে সাধারন সম্পাদক করে একটি প্রস্তাবিত কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এমএস