বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'বৈশ্বিক উষ্ণায়ন শুধুমাত্র প্রাকৃতিক নয় বরং অনেকাংশেই মানবসৃষ্ট' শিরোনামে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ হলরুমে বিতর্ক অনুষ্ঠানটি আয়োজিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ফরহাদ কাউসারের সঞ্চালনায় বিতর্কে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম এবং অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শিলা এবং বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন।
বিতর্কে পক্ষ দলের সরকার প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তাইমুননাহার তিশা, মন্ত্রী ফারহা খানম।
সংসদ সদস্য ছিলেন নাজমুল হাসান ফাহিম। এবং বিপক্ষ দলের বিরোধী দলীয় নেতা হিসেবে ছিলেন এনায়েত হোসেন উপনেতা ফাহিমা সুলতানা রাতুয়া, সংসদ সদস্য ছিলেন আবদুর রহমান সাদি।
বিতর্কে পক্ষ এবং বিপক্ষ দলের আলোচনা এবং যুক্তি-তর্ক শেষে দুই দলকেই বিজয়ী ঘোষণা করেন বিচারকরা। পরবর্তীতে দুইদলের প্রতিনিধির হাতেই পুরস্কার তুলে দেন বিচারকরা।
বিতর্কের অতিথি বিচারক হিসেবে থাকা ড. কামরুন নাহার বলেন, আজকে বিতর্কে পক্ষ দল এবং বিপক্ষ দল যে সকল তথ্যাবলি এবং কথা গুলো তুলে ধরলেন, সেগুলো খুবই প্রাসঙ্গিক। প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিতর্ক হোক, সেটা আমরা চাই। পক্ষ দল এবং বিপক্ষ দল, উভয়দলেরই উপস্থাপন আমাকে মুগ্ধ করেছে।
কাজী আনিছ বলেন, ধন্যবাদ বসুন্ধরা শুভসংঘকে, এমন একটি সুন্দর বিতর্ক আয়োজনের জন্য। উভয় দলের যুক্তি-তর্ক এবং উপস্থাপন খুবই ভালো ছিল। যথেষ্ট তথ্যবহুল ছিল। তবে আরো বেশি বেশি আলোচনা এবং উদাহরণ আনা যেতো। তাহলে বিতর্কটা আরো বেশি সুন্দর হতে পারত।
সংগঠনটির সভাপতি তারিন সুমাইয়া বলেন, অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। বসুন্ধরা শুভসংঘ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবসময়ই শুভ কাজে সবার পাশে আছে থাকবে। আমরা আগামীতেও পরিবেশ-প্রকৃতিবান্ধব এমন আয়োজন অব্যাহত রাখব।
বিডি প্রতিদিন/আশিক