বিগত বছরের ন্যায় এ বছরও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর সহযোগীতায় পিরোজপুরের স্বরূপকাঠিতে মাসব্যাপী কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে উপজেলার প্রান্তিক জনপদে কোরআন শিক্ষা বঞ্চিত, অসহায় ও দুস্থ পরিবারের সন্তানরা কোরআন শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছে।
এ বছর পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি এলাকার নূরানী মহিলা ও শিশু কুরআন সেন্টারে নারী ও শিশু শিক্ষার্থীদেরকে অবৈতনিক কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে। গত বছর রমজানে এই একই সেন্টারে এবং তার আগের বছর উপজেলার সোহাগদল ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণ সোহাগদল বায়তুন নুর জামে মসজিদে একইভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়েছিল।
নূরানী মহিলা ও শিশু কুরআন সেন্টারের শিক্ষিকা মোসা. উম্মে কুলসুম বলেন, ‘শুভসংঘের উদ্যোগে সাদাকাহ ফাউন্ডেশনের সহযোগীতায় পবিত্র রমজান মাসব্যাপী এই কুরআন সেন্টারে শিক্ষার্থীদের অবৈতনিক কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে। শিশু শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সের কয়েকজন নারী শিক্ষার্থীরাও এখানে কুরআন শিক্ষা নিচ্ছেন। মাসব্যাপী কুরআন শিক্ষার পাশাপাশি ইফতারির ব্যবস্থাও করা হয়েছে। এটি একটি মহৎ কাজ। আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।’
শিক্ষার্থী জিকর তাবাচ্ছুম জানান, আমাদের এলাকায় বিভিন্ন মসজিদ ও মাদরাসায় রমজানে কুরআন শিক্ষা দেওয়া হয়। সেখানে গিয়ে নারীদের শিক্ষা নেওয়া সম্ভব নয়। এই সেন্টারে নারী ও শিশুদের শিক্ষার ব্যবস্থা করায় আমরা এই রমজানে এখানে কুরআন শিক্ষা গ্রহণ করতে পারছি।
জাতীয় ইমাম সমিতি স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইসলামিক ফাউন্ডেশন নেছারাবাদ শাখার তত্বাবধায়ক মাওলানা মো. মাসুম বিল্লাহ বলেন, ‘পবিত্র রমজানের এই মাসে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। তাই এ মাসে কুরআন পাঠের সওয়াব ও ফজিলত অনেক। সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর মাধ্যমে এখানকার বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অত্র এলাকার নারী ও শিশুদের ফ্রি কুরআন শিক্ষার ব্যবস্থা করেছে। এটা সত্যিই প্রশংসনীয়। আমরা নেছারাবাদ ইমাম সমিতি ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজকদের এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু জানান, মাসব্যাপী অবৈতনিক শিক্ষা প্রদান শেষে শিক্ষককে সম্মানি ও শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর সহযোগীতায় উপজেলা শুভসংঘের সদস্যরা এই সেন্টারের সার্বিক তদারকি করছেন। এমন একটি মহৎ কাজে সহযোগীতা করার জন্য সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সাংবাদিক মাও. মুহাম্মদ শহীদুল্লাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগেও শুভসংঘ ও সাদাকাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার বিতরণ, ঈদে পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ, করোনা ও নানা ধরনের দুর্যোগকালীন খাদ্যসামগ্রী বিতরণ এবং দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসার খরচ প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল