বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার উদ্যোগে এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা শাখার সভাপতি আবুল হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা আলিয়া মাদ্রাসার শিক্ষক জিয়াউর রহমান, জেলা কমিটির উপদেষ্টা নাজমুল হক, উপদেষ্টা ও বরগুনা প্রতিনিধি মিজানুর রহমান।
জেলা কমিটির সাধারণ সম্পাদক সাকিব মাহমুদের উপস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের বরগুনা প্রতিনিধি মশিউর রহমান, বরগুনার তরুণ কবি খান নাঈম, বরগুনা গণপূর্ত বিভাগের কর্মকর্তা গোলাম সরোয়ার, বরগুনা জেলা কমিটির সহ-সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি সাইদুর সিকদার, সহ-সভাপতি জাহিদ হাওলাদার, সহ-সভাপতি শারমিন আরা চাঁদনী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল, প্রচার সম্পাদক মো. সাব্বির, ক্রীড়া সম্পাদক আরাফাত ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার অন্নি, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসা. মরিয়ম স্বর্ণা।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভা শুরু হয়। বরগুনা জেলা শাখার সভাপতি আবুল হাসান বলেন, রমজানের একটি বিশেষ আমল হলো রোজাদারদের ইফতার করানো। ধনী-দরিদ্র নির্বিশেষে যে কোনো রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। এতিমের সাহায্যকারী ব্যক্তির মর্যাদা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘বিধবা, এতিম ও গরিবের সাহায্যকারী ব্যক্তি আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য।’
তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন এলাকার মতো বরগুনাতেও নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। সব সময়ই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে শুভসংঘ। আল্লাহ তাআলা আমাদের যেন মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন।
আলোচনা সভা শেষে ইফতারের আগে দেশ ও মানবজাতির কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল