রংপুর নগরীর বাহার কাছনা এলাকার হামিউস সুন্নাহ মাদরাসার শিশু শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (১৯ মার্চ) বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার আয়োজনে ১০ জন শিশুর মধ্যে বিনামূল্যে এ কোরআন শরিফ বিতরণ করা হয়। এ সময় নতুন কোরআন শরিফ পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুরা। কোরআন শরিফ পেয়ে শিশু শিক্ষার্থী মুহাম্মদ আবদুল রাহাত বলে, “আমি কোরআন শুদ্ধভাবে শিখতে চাই। কোরআন পড়ে আল্লাহর আদেশ নির্দেশের কথা জানব এবং অন্যকেও জানাব।”
কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, হামিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি আরিফ বিল্লাহ, শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ শাফি, মুহাম্মদ মাসুদুর রহমান, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।
হামিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি আরিফ বিল্লাহ বলেন, “একদিন এই শিশুরাই কোরআনের আলোয় নিজে আলোকিত হবে এবং অন্যকে আলোকিত করবে। এরা আমাদের জাতির ভবিষ্যৎ।”
বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সভাপতি রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাদাকাত হোসেন বলেন, “কোরআন মানবজাতির জন্য পথ নির্দেশক। কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে মাদরাসার ছাত্রদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে আমরা তাদের জ্ঞান ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে চাই।”
বিডি প্রতিদিন/আশিক